চট্টগ্রামের রাউজানে ধান মাড়াইয়ের মেশিনের নিচে চাপা পড়ে ২৫ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন।
নিহতের নাম সুমন। সে নেত্রকোণার কলমাকান্দা উপজেলার কইলাটি ইউপির ৬ নম্বর ওয়ার্ডের কাকুরিয়া গ্রামের মৃত মুহাম্মদ ফরিদের ছেলে।
জানা গেছে, গতকাল মঙ্গলবার রাউজান উপজেলার গহিরায় দিনভর ধান মাড়াইয়ের কাজ শেষ করে গাড়িটি নিয়ে অন্যস্থানে যচ্ছিলেন সুমনসহ আরো ৩-৪ জন।
উপজেলার গর্জনিয়া মাদ্রাসার দক্ষিণ পাশে রাশেদের বিল্ডিংয়ের সামনের মোড়ে এসে নিয়ন্ত্রণ হারিয়ে মেশিনসহ গাড়িটি উল্টে যায়।
এসময় মেশিনের নিচে চাপা পড়ে সুমনের দুই পা ভেঙ্গে যায় এবং মেশিনে থাকা গরম পানি তার শরীরে পড়ে কোমর থেকে পা পর্যন্ত পুড়ে যায়। একই সময়ে ঘটনাস্থলে থাকা আরো ৩ জন আহত হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে গহিরার জেকে হাসপাতালে নিয়ে যান। সুমনের অবস্থা আশংকাজনক দেখে সেখানকার কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
আজ বুধবার (৩০ নভেম্বর) সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জেএন/পিআর