হত্যা মামলার আসামি মো. সাদ্দাম হোসেনকে (২৭) গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ।
সোমবার (২৯ অক্টোবর) সাদ্দাম হোসেন আমতল সিডিএ মার্কেট (রয়েল প্লাজা) এর ২য় তলায় ভাই ভাই টেইলার্সের মালিক লিটন পালের কাছ থেকে ১০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা না পেয়ে সাদ্দাম লিটন পালকে চাপাতি দিয়ে আঘাত করে। লিটন পালের অভিযোগের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় পুলিশ চাপাতিসহ তাকে গ্রেফতার করে।
জিজ্ঞাসাবাদে সাদ্দাম চাপাতি নিয়ে চাঁদাবাজি প্রচেষ্টার কথা স্বীকার করেছে।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ওসি মো. মহসিন জয়নিউজকে জানান, গ্রেফতার সাদ্দাম একজন পেশাদার চাঁদাবাজ ও হত্যাকারী। সে কোতোয়ালী থানার হত্যা মামলা নং-০১(১১)১৬এর পলাতক আসামি। তার নামে সদরঘাট থানায়ও মামলা রয়েছে বলে জানান তিনি।
তার বিরুদ্ধে লিটন পাল বাদি হয়ে দ্রুত বিচার আইনে একটি এবং এসআই মৃণাল কান্তি মজুমদার অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছেন।
সাদ্দাম বোয়ালখালীর গোমদণ্ডী এলাকার মো. শামসুল আলমের পুত্র।
জয়নিউজ/ফারুক/আরসি