চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ‘এ’ ইউনিটের প্রথম বর্ষের স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। এই ইউনিটে ৩৬ দশমিক ০৪ শতাংশ ভর্তিচ্ছু উত্তীর্ণ হয়েছেন। ফেল করেছেন ৬৩ দশমিক ৯৬ শতাংশ।
মঙ্গলবার (৩০ অক্টোবর) দুপুর ৩ টায় ফলাফল প্রকাশ করা হয়েছে বলে জয়নিউজকে জানিয়েছেন ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) এসএম আকবর হোছাইন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, ২০১৮-১৯ বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও মেরিন সায়েন্স এন্ড ফিশারিজ অনুষদভুক্ত সকল বিভাগের জন্য ‘এ’ ইউনিটে ১ হাজার ২৫৭ আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নিয়েছিল ৩৩ হাজার ৫৮৮ শিক্ষার্থী। এরমধ্যে পাস করেছে ১২ হাজার ১০৩ জন।
পরীক্ষার বিস্তারিত ফলাফল এবং ভর্তি প্রক্রিয়া সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (admission.cu.ac.bd) থেকে জানা যাবে। এছাড়া CU KHA টাইপ করে রোল নম্বর লিখে ১৬৩২১ নম্বরে send করে ফিরতি SMS-এ ভর্তিচ্ছুরা ফলাফল জানতে পারবেন।
জয়নিউজ/শহীদ