কাপ্তাই জাতীয় উদ্যানে ১৭ কেজি ওজনের অজগর সাপ অবমুক্ত

রাঙামাটির কাপ্তাই জাতীয় উদ্যানের গভীর অরণ্যে আবারো একটি অজগর সাপ অবমুক্ত করেছে বনবিভাগ।

- Advertisement -

শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে ১৫ ফুট ৩ ইঞ্চি দৈর্ঘ্যের অজগরটি অবমুক্ত করা হয়। অজগরটির ওজন প্রায় ১৭ কেজি হবে বলে জানান বনবিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ।

- Advertisement -google news follower

তিনি আরোও জানান, গতকাল শুক্রবার কাপ্তাই লেকে জেলেরা মাছ ধরতে গিয়ে জালে অজগর সাপটি ধরা পড়ে। খবর পেয়ে কাপ্তাই বনবিভাগের সদস্যরা অজগরটি উদ্ধার করে নিয়ে আসে। আজ (শনিবার) দুপুরে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ এর বিভাগীয় বন কর্মকর্তা মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় বনবিভাগের কর্মীরা অজগরটি জাল মুক্ত করে প্রাথমিক চিকিৎসা শেষে কাপ্তাই জাতীয় উদ্যানের গভীর অরণ্যে অবমুক্ত করে। এইসময় কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কবির হোসেন সহ বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেএন/এফও/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM