সংলাপে যাবেন ঐক্যফ্রন্টের ১৬ নেতা

ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে সংলাপে বসবেন জাতীয় ঐক্যফ্রন্টের ১৬ নেতা। ১ নভেম্বর গণভবনে অনুষ্ঠিতব্য সংলাপে ঐক্যফ্রন্টের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

- Advertisement -

প্রতিনিধি দলে আরো থাকছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, জেএসডির আ স ম আব্দুর রব, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, নাগরিক ঐক্যের উপদেষ্টা এসএম আকরাম, ডাকসুর সাবেক ভিপি সুলতান মনসুর, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত রায় চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, ঐক্যপ্রক্রিয়ার আ ব ম মোস্তফা আমিন, আব্দুল মালেক রতন ও তানিয়া রব।

- Advertisement -google news follower

ঐক্যফ্রন্টের বৈঠক শেষে মঙ্গলবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় জেএসডি সভাপতি আসম রব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণপত্র আমরা গ্রহণ করেছি। আমরা সব বিষয়েই কথা বলবো। সংবিধান তো জনগণের জন্য। তাই জনগণের ভোটাধিকার যাতে নিশ্চিত হয়, সেটাই আমাদের দাবি।

 

- Advertisement -islamibank

জয়নিউজ/জুলফিকার

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM