চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মমিনুর রহমানের বদলিজনিত বিদায় সংবর্ধনা মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাতে চট্টগ্রাম সার্কিট হাউসে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন অনুষ্ঠানের আয়োজন করেন।
জেলা প্রশাসক কার্যালয়ের উপ-পরিচালক (স্থানীয় সরকার) মোঃ বদিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ আশরাফ উদ্দিন, সাবেক নির্বাচন কমিশনার বীর মুক্তিযোদ্ধা আবদুল মুবারক, পরিবার পরিকল্পনা বিভাগের পরিচালক মোঃ হাবিবুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ড. প্রকাশ কান্তি চৌধুরী, বিভাগীয় পরিচালক (স্থানীয় সরকার) মোঃ আনোয়ার পাশা, বিদায়ী সংবর্ধিত জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান, জেলা প্রশাসকের সহধর্মিনী রাবেয়া নাহার, জেলা পরিষদের প্রধান নির্বাহী মোঃ শাব্বির ইকবাল, পরিবেশ অধিদপ্তরের পরিচালক হিল্লোল কমিার বিশ্বাস, জেলা প্রশাসকের শ্বশুড় অবসরপ্রাপ্ত অধ্যাপক মোঃ আবদুল আজিজ, শ্বাশুড়ি অবসরপ্রাপ্ত শিক্ষিকা কামরুন্নাহার, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার একেএম সরওয়ার কামাল দুলু প্রমূখ।
চট্টগ্রামে দুই বছর কর্মকালীন সময়ে সার্বিক ও দৃশ্যমান উন্নয়নে জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের অবদানের বিষয়ে গুরুত্বারোপ করেন বক্তারা।
শেষে জেলা প্রশাসক ও তার সহধর্মিনীকে ক্রেস্ট, রেপ্লিকা ও ফুল দিয়ে বিদায় সংবর্ধনা প্রধান করেন বিভাগীয় কমিশনারসহ সিভিল সার্ভিসের কর্মকর্তাবৃন্দ।
এছাড়া বাংলাদেশ মাঠ প্রশাসন প্রশাসনিক কর্মকর্তা কল্যাণ সমিতি চট্টগ্রাম জেলা শাখার সভাপতি মুহাম্মদ ইউনুছসহ নেতৃবৃন্দ, বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) চট্টগ্রাম জেলা শাখার সভাপতি উদয়ন বড়–য়াসহ নেতৃবৃন্দ, কে.সি.দে ইনস্টিটিউট (অফিসার্স ক্লাব) এর সভাপতি মোঃ নাসির উদ্দিনসহ নেতৃবৃন্দ ও বাংলাদেশ ১৬-২০ গ্রেড সরকারী কর্মচারী সমিতি জেলা ও বিভাগীয় কমিটির সমভাপতি মোঃ শরীফ উল্লাহসহ নেতৃবৃন্দরা জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানকে ক্রেস্ট ও ফুল দিয়ে বিদায় সংবর্ধনা প্রদান করেন।