তিনদিনের কবিতা উৎসব শুরু

চট্টগ্রাম কবিতার শহর। কবিতার শহরে গত পাঁচবছরের ধারাবাহিকতায় পঞ্চমবারের মতো এবারো বর্ণিল অনুষ্ঠানমালায় শুরু হয়েছে তিনদিনের কবিতা উৎসব।

- Advertisement -

৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিকেলে নগরীর জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশের অন্যতম বাচিক শিল্প চর্চার সংগঠন ‘তারুণ্যের উচ্ছ্বাস’ এর আয়োজনে এ কবিতা উৎসবের উদ্বোধন করেন বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব জয়ন্ত চট্টোপাধ্যায়।
উদ্বোধনের পর উদ্বোধনী বৃন্দ আবৃত্তি পরিবেশন করেন তারুণ্যের উচ্ছ্বাসের শিল্পীরা। এর পর ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ও লেখিকা বেগম মুশতারী শফির প্রতিকৃতিতে।

- Advertisement -google news follower

তারুণ্যের উচ্ছ্বাস সভাপতি কবি ভাগ্যধন বড়ুয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী সভায় অতিথি ছিলেন কাংলাদেশ আবৃত্তিশিল্পী সংসদের সদস্য সচিব আবৃত্তিশিল্পী অধ্যাপক ড. রূপা চক্রবর্ত্তী, চট্টগ্রাম দক্ষিন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও তারুণ্যের উচ্ছ্বাস কবিতা উৎসব উদযাপন পরিষদ চেয়ারম্যান মফিজুর রহমান, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১৫নং ওয়ার্ডের কাউন্সিলর প্যানেল মেয়র মোহাম্মদ গিয়াস উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন বেগম মুশতারী শফির সন্তান সমাজকর্মী মেহরাজ তাহসিন শফি।

উদ্বোধনী সভায় বক্তারা বলেন, ‘মানব সভ্যতার রূপায়নে কবি ও কবিতা এক অবিচ্ছেদ্য অংশ। বিপ্লবীর রক্তে রঞ্জিত এই চট্টগ্রামে লিখিত হয়েছে শোষন মুক্তির মহাকাব্য। এখানেই রচিত হয়েছে একুশের প্রথম কবিতা। তারই ধারাবাহিকতায় বন্দরনগরীর বাঁকে বাঁকে জমা আছে কবিতার প্রবহমানতা। কবিতাকে ঘিরে তারুণ্যের উচ্ছ্বাসের এ বিশাল আয়োজন সেই প্রবহমানতারই ধারাবাহিকতা। ’

- Advertisement -islamibank

উদ্বোধনী পর্বের পর বেগম মুশতারী শফির লেখা থেকে পাঠ করেন আবৃত্তিশিল্পী অঞ্চল চৌধুরী, শুভ্রা বিশ্বাস, মিলি চৌধুরী, রেখা নাজনীন, ফারুক তাহের এবং প্রণব চৌধুরী।

দুইদিনের এ আয়োজনের প্রথম দিনে আবৃত্তিশিল্পী শ্রাবণী দাশগুপ্তার সঞ্চালনায় আবৃত্তিতে অংশ নেন আবৃত্তিশিল্পী আয়েশা হক শিমু, লুবাবা ফেরদৌসি সায়কা, বনকুসুম বড়–য়া নুপুর, শাহরীয়ার তানজিম, শাহেদুল ইসলাম, জলি চৌধুরী, অনন্যা চৌধুরী, শামীমা ইয়াছমিন, তৈয়বা জহির আরশি, অনির্বান চৌধুরী, উমে সিং মারমা, ইকবাল হোসেন জুয়েল, ঐশী পাল, সুপ্রিয়া চৌধুরী, জেবুন নাহার শারমিন, বর্ষা চৌধুরী, মো: সেলিম ভূইয়া, মশরুর হোসেন, ফাইরুজ নাওয়াল দুর্দানা, সায়রা বানু রৌশনী, বেনজির বিনতে শওকত, শাহাদাত হোসেন ও আল ইমরান।

কবিতাপাঠ করেন কবি স্বপন দত্ত, সাথী দাশ, কমলেশ দাশগুপ্ত, রিজোয়ান মাহমুদ, নাজিমুদ্দীন শ্যামল, বিদ্যুৎ কুমার দাশ, পুলক পাল, নিশাত হাসিনা শিরিন, আলী প্রয়াস, ফাউজুল কবির, আশীষ সেন, হাফিজ রশিদ খান, শাহীন মাহমুদ, খালেদ হামিদী, অনুপমা অপরাজিতা এবং আজিজ কাজল।

তিনদিনের এ উৎসবের সহযোগিতায় রয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বিকাশ লিমিটেড, বারকোড রেস্টুরেন্ট গ্রুপ, ম্যাক্স গ্রুপ এবং এসকেএফ।
জেএন/এফও/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM