সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের উদ্যোগে ৭৪ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আজ শনিবার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্ত্বরে বর্ণাঢ্য র‌্যালী ও পথশিশুদের খাবার বিতরণের আয়োজন করা হয়।

- Advertisement -

সংগঠনের সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম ভূইঁয়া রাসেলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) আ.স.ম মাহতাব উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা. সেখ ফজলে রাব্বি।

- Advertisement -google news follower

যুগ্ম সম্পাদক আবছার উদ্দিন অলির সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক জাফর ইকবাল, আলহাজ্ব আব্দুল মান্নান, ইউসুফ খাঁন, মো. সেলিম, ডা. ফজলুল হক সিদ্দিকী, ডা. এমদাদুল করিম চৌধুরী, উত্তর জেলার সভাপতি আরফান চৌধুরী আপেল, আঞ্চলিক কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার শাহীন চৌধুরী, সাধারণ সম্পাদক এম.এ. জলিল, সোহেল আক্তার খান, বিভাগীয় যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম, সৈয়দ নাফিজ উদ্দিন, ইঞ্জি. স্বপন কান্তি নাথ, সঞ্জয় পাল, আবু বকর সিদ্দিকী, আনোয়ার হোসেন, আলহাজ্ব কবির মোহাম্মদ, মোর্শেদ মন্টু, ফরহাদুল হাসান মোস্তফা, ডা. মুহাম্মদ শওকত ইমরান, নাছির উদ্দিন, মঞ্জুর আলম, মো. ইমতিয়াজ আহমেদ, ইকবাল হোসেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক কমিশনার এম.এ. জাফর, মো. ফাহিম, মো. শাহদাত, মো. জাহাঙ্গীর আলম, মো. আখতার হোসেন, আবৃত্তি শিল্পী দিলরুবা খানম ছুটি, এড. প্রতাপ পাল, মিজানুর রহমান বাপ্পী, শাহ্ আলম, সালমা বেগম, এড. রোকসানা আক্তার, এড. সীমা রাণী দেবী, জাকিয়া জিহান, আসিবুর রহমান, দেলোয়ার হোসেন, এস.এম. ইমরান, ওমর ইসরাক, মো. জাহাঙ্গীর, সাজ্জাদ হোসেন জাফর, ইকরাম হোসেন, কহিনুর আখতার, প্রমা তাহের, মোজাম্মেল হোসেন রাজধন, ফয়েজুল আলম মোস্তফা, মোহাম্মদ জাবেদ হোসেন চৌধুরী প্রমুখ।

র‌্যালী শেষে সিআরবিতে পথশিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।

- Advertisement -islamibank

বক্তারা বলেন, আমাদের প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে সকল সামর্থ্য নিয়োজিত করে মানুষের পরিপূর্ণ বিকাশের পক্ষে উত্তম একটি অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করার জন্য কাজ করে যেতে হবে। সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সেই লক্ষ্যে নিয়মিত কাজ করছে।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM