বোয়ালখালীতে সাপ দেখতে গিয়ে দোকানির খোয়ালেন লাখ টাকা

বোয়ালখালীতে রাস্তার পাশে সাপ বলে চিৎকার দেয় এক যুবক। তা দেখতে গিয়ে লাখ টাকা খুইছেন এক দোকানি।

- Advertisement -

রবিবার (১১ ডিসেম্বর) সকাল ৮টার দিকে বোয়ালখালী পৌরসভার বুড়িপুকুর পাড়ের ‘মেসার্স ভাণ্ডারী এন্টারপ্রাইজ’ নামক একটি জ্বালানি তেলের দোকানে এ ঘটনা ঘটেছে।

- Advertisement -google news follower

দোকানি নূর আহমদ জানান, সকালে দোকান খোলার পর এক যুবক দোকানের বাইরে রাস্তার পাশে বিষাক্ত সাপ দেখতে পেয়ে চিৎকার করলে সেখানে ছুটে যায়। এরপর আরো দুই যুবক এসে হাসাহাসি করতে থাকে।

তিনি বলেন, যুবকরা চলে যাওয়ার পর দোকানে এসে দেখি ক্যাশবাক্সের ড্রয়ার খোলা। ব্যাংকে জমা দেওয়ার জন্য ড্রয়ারে রাখা ১ লাখ ৪১ হাজার টাকা নিয়ে গেছে। মূলত তিনজনের মিলে সাপের কথা বলে আমাকে ব্যস্ত রেখে অন্য যুবকটি ড্রয়ার খুলে টাকা নিয়ে গেছে।

- Advertisement -islamibank

ওই যুবকদের ছবি পাশবর্তী সিসি টিভি ক্যামরায় ধরা পড়েছে। সিসি টিভির ফুটেজে দেখা গেছে, চার যুবক সংঘবদ্ধ ভাবে ছিলেন। এ ঘটনায় বোয়ালখালী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন দোকান মালিক নূর আহমদ।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রাজ্জাক বলেন, সাপের কথা বলে এক দোকান থেকে টাকা নিয়ে যাওয়ার ঘটনা শুনেছি। বিষয়টি তদন্ত করে দেখা হবে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM