চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে টস জিতেছে ভারত। শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন দলনেতা লোকেশ রাহুল। বাংলাদেশ দলনায়ক সাকিব আল হাসানও জানান যে, টস জিতলে শুরুতে ব্যাট করার সিদ্ধান্তই নিতেন। এদিকে ভারতের ‘এ’ দলের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সে চট্টগ্রাম টেস্টে অভিষেক হচ্ছে জাকির হোসেনের। দেশের ১০১তম টেস্ট ক্রিকেটার তিনি।
একাদশে নেই মাহমুদুল হাসান জয়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টেস্টে দলে না থাকা মুমিনুল হকও নেই। ভারতের বিপক্ষে প্রথম টেস্টের একাদশে আছেন দুই পেসার। ভারতের মতো বাংলাদেশও নামছে তিন স্পিনার নিয়ে।
বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), জাকির হাসান, নাজমুল হোসেন, ইয়াসির আলী, মুশফিকুর রহিম, লিটন দাস, নুরুল হাসান (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন ও খালেদ আহমেদ।
ভারত একাদশ: লোকেশ রাহুল (অধিনায়ক), শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, উমেশ যাদব ও মোহাম্মদ সিরাজ।
জেএন/এমআর