চিটাগাং চেম্বার নেতৃবৃন্দের সাথে যৌথমূলধন কোম্পানি পরিচালকের মতবিনিময়

যৌথমূলধন কোম্পানি ও ফার্মের অতিরিক্ত নিবন্ধক সন্তোষ কুমার পন্ডিত’র নেতৃত্বে একটি প্রতিনিধিদল ১৪ ডিসেম্বর সকালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ চেম্বার কার্যালয়ে দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র বোর্ড অব ডাইরেক্টর্স’র সাথে এক মতবিনিময়ে মিলিত হন।

- Advertisement -

চেম্বার প্রেসিডেন্ট মাহবুবুল আলম’র সভাপতিত্বে চেম্বার পরিচালকবৃন্দ মোঃ অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর), অঞ্জন শেখর দাশ, মোঃ রকিবুর রহমান (টুটুল), মোঃ ইফতেখার ফয়সাল, মোহাম্মদ আদনানুল ইসলাম ও মোহাম্মদ নাসিরুল আলম (ফাহিম), যৌথমূলধন কোম্পানি ও ফার্মের উপ-নিবন্ধক আবু ইসা মোহাঃ মোস্তফা ভূঁইয়া, চট্টগ্রামের উপ-নিবন্ধক মোঃ রকিবুল ইসলাম, সহকারী নিবন্ধক মোঃ রকিব আহমেদ রনি ও এক্সামিনার অব একাউন্টস মোহাম্মদ সেলিম মিয়া উপস্থিত ছিলেন।

- Advertisement -google news follower

মতবিনিময় সভায় যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের অধিদপ্তরের পক্ষ থেকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে ছাড়পত্র নিবন্ধন থেকে শুরু করে অনলাইন বেইজড কার্যকম তুলে ধরা হয়।

এছাড়া ব্যবসা সহজীকরণের লক্ষ্যে দশ লক্ষ টাকা পর্যন্ত অথারাইজড ক্যাপিটালের উপর নিবন্ধন ফি মওকূফ করা এবং পরিদপ্তরের সকল কার্যক্রম ডিজিটালাইজেশনের বিষয়টি তুলে ধরা হয়।

- Advertisement -islamibank

ব্যবসায়ী নিবন্ধন প্রক্রিয়া সহজ ও দ্রুতকরণে উপর গুরুত্বারোপ করে বক্তারা বলেন-শিল্প মালিক ও ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনা সংক্রান্ত বিভিন্ন প্রতিষ্ঠানের সেবা নিতে হবে। এক্ষেত্রে সেবা সহজীকরণ ও ব্যবসাবান্ধব করার আহবান জানান তারা।

জেএন/এফও/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM