সেমিফাইনালে প্রতিপক্ষ ক্রোয়েশিয়াকে দুমড়েমুচড়ে দিয়ে আগেই ফাইনালে পৌঁছে গেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল টিম সৌদি আরবের কাছে হেরে যাওয়ার সে দৈন্য ঘুচিয়ে আর্জেন্টিনার স্বপ্নগাড়ি তীব্র গতিতে চলে যায় শিরোপার মঞ্চে!
অন্যদিকে বুধবার রাতে আল বায়াত স্টেডিয়ামে চলমান বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে হাকিমীর মরক্কোকে হারিয়ে ফাইনালে ওঠেছে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স। আফ্রিকান দেশটিকে ২-০ গোলে হারায় এমবাপ্পের দল।
আগামী রবিবারের ফাইনালে লিওনেল মেসির আর্জেন্টিনার প্রতিপক্ষ ফ্রান্স। কাতারের লুসাইল স্টেডিয়ামে হবে এবারের বিশ্বকাপের শেষ ম্যাচটি। লড়াইটা মেসি ও এমবাপ্পেরও।
ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার মেসি ২০১৪ বিশ্বকাপের ফাইনালে হেরে গিয়েছিলেন। সেবার মেসিদের প্রতিপক্ষ ছিল জার্মানি। এবার ফ্রান্সকে হারিয়ে অধরা বিশ্বকাপের ট্রফিটা ধরার সুযোগ মেসির সামনে। বর্ণাঢ্য ক্যারিয়ারে এই বিশ্বকাপ ট্রফিটাই শুধু নেই মেসির শো-কেসে।
আর ২৩ বছর বয়সেই দুইবার বিশ্বকাপ জয়ের সুযোগ এমবাপ্পের। দেখা যাক, শেষ হাসিটা কে হাসে? মেসি নাকি এমবাপ্পে।
জেএন/পিআর