বিশেষ অভিযানে একটি ওয়ান শুটারগান ও দুটি কার্তুজসহ মো. ইয়াছিন (৩৮) নামে এক যুবককে আটক করেছে র্যাব-৭।
বুধবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় ফেনী শহরের ফলেশ্বর এলাকা থেকে তাকে আটক করা হয়। ইয়াছিন ফলেশ্বর থানার মৃত মোস্তফা কোম্পানির ছেলে।
র্যাব জানায়, ফুলগাজী রোডের একটি মোটর গ্যারেজের সামনে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য কিছু লোক অবস্থান নিয়েছে। সোর্সের মাধ্যমে গোপনে এমন সংবাদ পেয়ে অভিযানে নামে র্যাব-৭ ফেনী ক্যাম্পের একটি আভিযানিক দল।
অভিযানে মো. ইয়াছিন নামে এক যুবককে আটকের পর তল্লাশি করে তার কাছে থাকা একটি ব্যাগের ভেতর থেকে একটি ওয়ান শুটারগান ও দুটি কার্তুজ পাওয়া যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে মাদক, অবৈধ অস্ত্র ব্যবসা ও সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আটক ইয়াছিন।
আটকের তথ্যটি নিশ্চিত করেছেন র্যাব-৭ ফেনী কোম্পানির অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম। বলেন, উদ্ধার করা আগ্নেয়াস্ত্রসহ আটক ইয়াসিনকে ফেনী মডেল থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
জেএন/পিআর