বাংলাদেশকে ফলোঅন না করিয়ে ব্যাটিংয়ে নেমেছে ভারত

বাংলাদেশ-ভারত দুই টেস্ট ম্যাচ সিরিজের প্রথমটিতে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই টিম।

- Advertisement -

টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৪০৪ রানে অলআউট হয় সফরকারীরা। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ১৫০ রানে সব উইকেট হারিয়ে ফেলেছে স্বাগতিকরা।

- Advertisement -google news follower

ফলে টেস্টে নিয়মানুসারে ২০০ রানের ব্যবধান থাকলেই ফলোঅনে পড়ে টাইগাররা। তবে ফলো-অনে পড়লেও ফের ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে ভারত।

নিজেদের বড় টার্গেটের লক্ষ্যে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সর্বশেষ স্কোর অনুযায়ী ভারতের সংগ্রহ তিন ওভারে বিনা উইকেট হারিয়ে ১০ রান।

- Advertisement -islamibank

এর আগে, দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ৮ উইকেটে ১৩৩ রান। প্রথম ইনিংসে ভারতের চেয়ে আরো ২৭১ রানে পিছিয়ে ছিল বাংলাদেশ। ফলোঅন এড়াতে বাংলাদেশের আরো দরকার ছিল ৭২ রান, হাতে মাত্র দুটি উইকেট। মাত্র ১৬ রান করেই সে দুটি উইকেট খোয়ালো বাংলাদেশ।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM