সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি এক্স টুর্নামেন্টে খেলার অনুমতি পেয়েছেন সাকিব আল হাসান। টুর্নামেন্টে আন্দ্রে রাসেল, শহীদ আফ্রিদি, স্টিভ স্মিথদের সঙ্গে খেলবেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।
আমিরাতের টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফটে নাম দিতে সাকিব বিসিবির কাছে অনাপত্তিপত্র চেয়েছিলেন বেশ কিছু দিন আগে। বোর্ড তাকে অনাপত্তিপত্র দেবে কি না, তা নিয়ে শুরুতে একটা শঙ্কা তৈরি হয়েছিল। আজ উড়ে গেছে সে শঙ্কা। তাকে অনাপত্তিপত্র দিয়েছে বোর্ড।
এই টুর্নামেন্ট শুরু হবে আগামী ১৯ ডিসেম্বর, আর শেষ হবে পরের বছরের ১১ জানুয়ারি। বর্তমানে আঙুলের চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় থাকা সাকিব খেলতে পারেন ২৩ ডিসেম্বর থেকে। এর আগের দিন শেষ হবে ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফর। আমিরাতে সাকিব খেলতে পারবেন ১ জানুয়ারি পর্যন্ত। কারণ ৫ জানুয়ারি শুরু হবে বিপিএল।
জয়নিউজ/শহীদ