কারাগারে বন্দি যুদ্ধাপরাধ মামলার আসামি ইদ্রিস মারা গেছেন

ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকা মানবতাবিরোধী অপরাধ (যুদ্ধাপরাধ) মামলার আসামি ইদ্রিস আলী মোল্লা (৬২) মারা গেছেন।

- Advertisement -

শনিবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

- Advertisement -google news follower

এ বিষয়ে কারারক্ষী মো. আহসান হাবীব বলেন, ইদ্রিস আলী মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি। তার মামলা এখনো চলমান, এখনো সাজা হয়নি।

এ মামলায় তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে কয়েদি হিসেবে ছিলেন। সকালে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসি। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

- Advertisement -islamibank

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, যুদ্ধাপরাধ মামলার আসামি ইদ্রিস আলী মোল্লা মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM