গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, নারীর রাজনৈতিক ক্ষমতা নিশ্চিতে সব রাজনৈতিক দলের কেন্দ্রীয় ও স্থানীয় কমিটিতে ৩৩ শতাংশ নারী সদস্য অন্তর্ভুক্ত করতে হবে। তবে কোনও রাজনৈতিক দলই এই শর্ত মানেনি বলে মন্তব্য করেছেন আপিল বিভাগ।
নাজমুল হুদার দল তৃণমুল বিএনপির নিবন্ধনের মামলার শুনানিকালে রবিবার (১৮ ডিসেম্বর) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এমন মন্তব্য করেন।
আপিল বিভাগ বলেন, নির্বাচন কমিশন বার বার নোটিশ দিয়েও শর্ত মানাতে পারেনি দলগুলোকে।
এসময় আপিল বিভাগ নির্বাচন কমিশনকে উদ্দেশ করে বলেন, ‘কেন নতুন রাজনৈতিক দলের নিবন্ধন দিতে চায় না ইসি? নতুন দল দিতে সমস্যা কোথায়?’
এসময় ইসির আইনজীবী মোহাম্মদ ইয়াছিন আদালতকে জানান, অদ্ভুত অদ্ভুত নাম নিয়ে নিবন্ধন নিতে আসে দলগুলো। মানে না শর্তও।
পরে আপিল বিভাগ নাজমুল হুদার দল তৃণমূল বিএনপিকে নিবন্ধন দেওয়ার নির্দেশ দিয়ে হাইকোর্টের রায় বহাল রাখেন।
জেএন/এমআর