চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান চলছে। আজ দুপুরে নবনির্মিত কেন্দ্রীয় অস্ত্রগার, কালুরঘাট পুলিশ ফাঁড়ি ও মনছুরাবাদ পুলিশ লাইন্সে পুলিশের ব্যারাক উদ্বোধন করেন আইজিপি। বিকালে দামপাড়া পুলিশ লাইন্সে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
মাত্র ৬টি থানা নিয়ে ১৯৭৮ সালের ৩০ নভেম্বর যাত্রা শুরু হয় সিএমপির।
সিএমপির অতিরিক্ত উপকমিশনার (এডিসি) পংকজ দত্ত জানান, অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রসঙ্গত, ১৯৭৮ সালের ৩০ নভেম্বর ৩ হাজার ২৩৮ জন পুলিশ সদস্য ও ৬টি থানা নিয়ে যাত্রা শুরু করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের অধীনে এটি গঠন করা হয়। বর্তমানে সিএমপিতে ১৬টি থানা ও প্রায় ৭ হাজার সদস্য রয়েছে।
জেএন/এফও/এমআর