বিশ্বজিৎ হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ১০ বছর পর গ্রেপ্তার

বহুল আলোচিত চাঞ্চল্যকর বিশ্বজিৎ হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মীর মো. নূরে আলম ওরফে লিমনকে (৩৫) ১০ বছর পর গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল রোববার রাজধানীর মোহাম্মদপুরের হুমায়ুন রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

- Advertisement -

সোমবার সকালে র‍্যাব-২-এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি মো. ফজলুল হক এ তথ্য জানান।

- Advertisement -google news follower

গ্রেপ্তার মীর মো. নূরে আলম রংপুরের পীরগাছা উপজেলার মীর ম. নুরুল ইসলামের ছেলে।

এএসপি মো. ফজলুল হক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি দল মোহাম্মদপুরের হুমায়ুন রোড এলাকায় অভিযান চালিয়ে বিশ্বজিৎ হত্যাকাণ্ডের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করে। বিশ্বজিৎ হত্যা মামলার রায় ঘোষণার পর থেকে তিনি দীর্ঘ ১০ বছর পলাতক ছিলেন।

- Advertisement -islamibank

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়টি স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM