চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব হোসেন আলী খোন্দকার।
আজ ২১ ডিসেম্বর বুধবার সকালে হাসপাতাল পরিদর্শনে গেলে অতিরিক্ত সচিবকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মোঃ সাখাওয়াত উল্লাহ, জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক (উপ-পরিচালক) ডা. সেখ ফজলে রাব্বি, আবাসিক মেডিকেল অফিসার ডা. গোলাম মোস্তফা জামাল, সিনিয়র কনসালট্যান্ট ডা. অজয় দাশ, কনসালট্যান্ট ডা. আবুল হোসেন শাহীন, কনসালট্যান্ট ডা. রাজদ্বীপ বিশ্বাস, কনসালট্যান্ট ডা. মিনহাজুল হক, জুনিয়র কনসালট্যান্ট ডা. মৌমিতা দাশসহ অন্যান্য চিকিৎসকবৃন্দ।
পরিদর্শনকালে স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব হোসেন আলী খোন্দকার হাসপাতালের আউট ডোর-ইনডোরসহ বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখে চিকিৎসা-সেবার মান আরও বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করেন। পরে তিনি তত্ত্বাবধায়কের কার্যালয়ে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় মিলিত হন।
জেএন/এমআর