টাঙ্গাইলের কালিহাতী উপজেলার হাতিয়া এলাকায় রেল লাইন দিয়ে হাটার সময় ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন দুই যুবক। আজ বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) ভোরে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- পাবনার সাথিয়া উপজেলার কাশিনাথপুর গ্রামের চঞ্চল সিকদারের ছেলে মো. সাগর (৩৫) ও একই জেলার আমিনপুর উপজেলার আহাম্মেদপুর গ্রামের মো. লিয়াকতের ছেলে মো. সজিব (৩৩)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রাইভেট কার যোগে ঢাকা হতে পাবনা যাচ্ছিলেন নিহতরা। ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের হাতিয়া এলাকায় তাদের প্রাইভেটকারটি অন্য একটি প্রাইভেটকারের সাথে ধাক্কা লেগে মহাসড়কের পাশে পড়ে যায়।
চালক নিহত দুই যুবককে গাড়ি থেকে নামিয়ে প্রাইভেটকারটি ওপরে উঠানোর চেষ্টা করছিলেন। এসময় দুই যুবক পাশের রেল লাইন ধরে হাটছিলেন। এসময় ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেন পেছন থেকে দুজনকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজন মারা যায়।
পরে খবর পেয়ে রেলওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌছে মরদেহ দুটি উদ্ধার করে। এ তথ্য নিশ্চিত করেছেন টাঙ্গাইলের ঘারিন্দা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফজলুল হক।
তিনি বলেন, লাশ দুটি উদ্ধারের পর ফাঁড়িতে আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
জেএন/পিআর