কথায় বলে, শেখার বয়স নেই। তার প্রমাণ দিলেন কাত্যায়নী আম্মা।
৯৬ বছর বয়স তার। এই বয়সে একটি পরীক্ষায় ১০০-তে পেলেন ৯৮। অবাক হচ্ছেন! কিন্তু কাত্যায়নী আম্মা পরীক্ষা হল থেকে বেরিয়ে জানালেন, ‘প্রশ্ন ভীষণ সহজ এসেছে।’
নিরক্ষরতা দূরীকরণে ‘অক্ষরালক্ষ্যম’ নামে একটি অভিযান শুরু হয়েছে কেরালায়। যেখানে একটি পরীক্ষারও আয়োজন করা হয়। সব বয়সের মানুষ ওই পরীক্ষায় অংশগ্রহণ করেন। তিন পর্বে পরীক্ষা হয়। লেখনী, পঠন এবং গণিত সমাধান। কাত্যায়নী আম্মা লেখনীতে ৩৮ পেয়েছেন। গণিত এবং পঠনে পুরো নম্বর ঝুলিতে পুরেছেন তিনি।
ছোট বয়সেই অভাবের তাড়নায় স্কুলছুট হয়েছিলেন। স্বামী মারা যাওয়ার পর পরিচারিকার কাজ করতে হয়েছে তাকে। ৬ ছেলে-মেয়েকে মানুষ করেছেন ঝাড়–দারের কাজ করে। কিন্তু অনুপ্রেরণা পেয়েছেন নিজের মেয়েকে দেখে। তার মেয়ে ৬০ বছর বয়সে মাধ্যমিক পাশ করেছেন। কাত্যায়নী আম্মা ঠিক করেছেন ১০০ বছর বয়সে মাধ্যমিক দেবেন।
চলতি বছর প্রজাতন্ত্র দিবসে ‘অক্ষরালক্ষ্যম’ অভিযান চালু করে কেরল সরকার।
বৃহস্পতিবার (১ নভেম্বর) তার হাতে মেরিট সার্টিফিকেট তুলে দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।
জয়নিউজ/আরসি