রাশিয়ার সাইবেরিয়ান শহর কেমেরোভোতে একটি বৃদ্ধনিবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে।
রুশ বার্তা সংস্থা তাসের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার এ দুর্ঘটনাটি ঘটেছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, ভবনটির দ্বিতীয় তলা সম্পূর্ণ পুড়ে গেছে। আগুন ইতিমধ্যে নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে উদ্ধার অভিযান এখনো চলছে। ধ্বংসস্তূপের ভেতর থেকে মরদেহ উদ্ধার করা হচ্ছে। এখন পর্যন্ত ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
কর্মকর্তারাও আরও বলেছেন, বৃদ্ধনিবাসটি কোনো নিবন্ধন ছাড়াই পরিচালিত হচ্ছিল। ফলে সরকারি পরিদর্শনের আওতায় ছিল না ভবনটি। রাশিয়াজুড়ে এমন অনেক অনিবন্ধিত বৃদ্ধনিবাস রয়েছে বলও জানিয়েছেন কর্মকর্তারা।
গত মাসেও রাশিয়ার কোস্ট্রোমা শহরের একটি ক্যাফেতে আগুন লেগে ১৫ জনের মৃত্যু হয়েছে। উদ্ধারকারী দল সেখান থেকে অন্তত ২৫০ জনকে সরিয়ে নিতে সক্ষম হয়েছিল।
জেএন/এমআর