স্বল্প পুঁজি নিয়েই এখন ঢাকা টেস্ট জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দল। মিরপুরে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে থেকে তৃতীয় দিন শেষ করেছে ভারতীয় দল। শেষ বিকেলে টাইগার স্পিনারদের তোপের মুখে পড়ে সফরকারী দলের ব্যাটাররা। দিনের শেষ উইকেট হিসেবে ফিরেছেন বিরাট কোহলি।
শনিবার টেস্টের তৃতীয় দিন শেষে ভারত ৪ উইকেট হারিয়ে ২য় ইনিংসে তুলেছে ৪৫ রান। জয়ের জন্য তাদের এখনো প্রয়োজন ১০০ রান। বাংলাদেশের চাই ৬ উইকেট।
ঢাকা টেস্ট জিততে ভারতকে ১৪৫ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল বাংলাদেশ দল। এরপর স্বল্প রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে ভারতীয় দল। অধিনায়ক লোকেশ রাহুলকে দিয়ে শুরু। এরপর চেতেশ্বর পূজারা, শুভমান গিলকে ফিরিয়ে ম্যাচে ফেরে বাংলাদেশ দল। শেষ বিকেলের বড় চমক হিসেবে বিরাট কোহলিকে ফিরিয়েছেন মেহেদী মিরাজ।
জেএন/এমআর