খ্যাংদংপাড়া পাঠাগারের উদ্বোধন

খাগড়াছড়ির কমলছড়িতে খ্যাংদংপাড়া আলোকিত মানুষের সন্ধানে পঞ্ঞা পাঠাগারের উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী।

- Advertisement -

বৃহস্পতিবার (১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় জেলা কমলছড়ি খ্যাংদংপাড়া কমিউনিটি সেন্টারে এই পাঠাগার উদ্বোধন করা হয়।

- Advertisement -google news follower

খ্যাংদংপাড়া উন্নয়ন কমিটির সভাপতি রিম্রাচাই মারমার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের সরকার সকল জাতিগোষ্ঠীর  ভাষার প্রতি অনেক আন্তরিক। ধর্মীয় প্রতিষ্ঠান যেমনি মানুষের আরাধনার স্থল তেমনি পাঠাগার হচ্ছে নিভৃতে জ্ঞান অর্জনের স্থল।

- Advertisement -islamibank

উদ্বোধন শেষে পাঠাগার পরিচালনা কমিটির হাতে নগদ ৫০ হাজার টাকা তুলে দেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাউপ্রু মারমা, কমলছড়ি মৌজা প্রধান কংজ চৌধুরী, শেফালিকা ত্রিপুরা, সুইনু মারমা।

 

জয়নিউজ/শহীদ

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM