গাজীপুরের কাপড়ের মার্কেটের আগুন,৩ ঘণ্টার পর নিয়ন্ত্রণে

গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকার একটি পাইকারি কাপড়ের মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (২৫ ডিসেম্বর) রাত সোয়া ৯টার দিকে আগুন লাগে।

- Advertisement -

খবর পেয়ে ফায়ার সার্ভিস মোট ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে কেন আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। এছাড়া এখনও হতাহতের খবরও পাওয়া যায়নি। তবে আগুনে পুড়ে গেছে কোটি কোটি টাকার কাপড়।

- Advertisement -google news follower

ব্যবসায়ীরা জানান, রবিবার রাত ৯টার কিছু সময় পর হঠাৎ মার্কেটের দক্ষিণ পাশ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তেই আগুন আশপাশের দোকান গুলোতে ছড়িয়ে পড়ে। এসময় পাশের হোসেন মার্কেটেও আগুন ছড়িয়ে পড়ে। সেখানে থাকা ২০-২৫টি দোকানের মালামাল পুড়ে যায়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের চারটি ও টঙ্গী ফায়ার সার্ভিসের আরও দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে তিনঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে পরে জানানো হবে।

- Advertisement -islamibank

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM