মশাবাহিত রোগ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন চট্টগ্রাম নগরীর ডবলমুরিং এলাকার বাসিন্দা আঞ্জুমান আরা। তার বয়স ৩০ বছর। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ নিয়ে চট্টগ্রামে চলতি বছরে এখন পর্যন্ত ৪১ জন ডেঙ্গুতে মারা গেছেন। শুধুমাত্র ডিসেম্বর মাসেই মারা গেছেন ৮ জন। জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া জানান, আঞ্জুমান আরা গতকাল (সোমবার ২৬ ডিসেম্বর) ডেঙ্গু জ্বর নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। মঙ্গলবার ভোরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জেলা সিভিল সার্জন থেকে প্রকাশিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে বলা হয়, গেল ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে আরও ১৬ জন ডেঙ্গু রোগ নিয়ে ভর্তি হয়েছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে এ রোগে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩৬।
চলতি বছরে চট্টগ্রামে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ৫ হাজার ৪১৩ জন। এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ হাজার ৩শ ৭৭ জন।
জেএন/পিআর