ট্রেনে কাটা পড়ে মাদ্রাসা ছাত্র নিহত

কানে হেডফোন লাগিয়ে রেললাইনে বসে ভিডিও গেম খেলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে প্রাণ হারালেন সাইফুদ্দিন নামে ১৬ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্র।

- Advertisement -

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাত ৯টার দিকে লালমনিরহাটের আদিতমারী উপজেলার নামুড়ি রেল স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

- Advertisement -google news follower

নিহত সাইফুদ্দিন (১৬) ওই উপজেলার নামুড়ী বেগুনটারী এলাকার মোস্তাক মিয়ার ছেলে। সে নামুড়ী ডিএস দাখিল মাদ্রাসার ছাত্র। সাইফুদ্দিন দাখিল পরীক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে নামুড়ী এলাকায় রেল লাইনে বসে কানে হেডফোন লাগিয়ে মোবাইল ফোনে ভিডিও গেম খেলছিল সাইফুদ্দিন। এ সময় লালমনিরহাট থেকে ছেড়ে আসা করতোয়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তিন খন্ডিত হয়ে ঘটনাস্থলেই মারা যায় সে।

- Advertisement -islamibank

স্থানীয় বাসিন্দা বাবু মিয়া বলেন, সাইফুদ্দিন রেললাইনে বসে মোবাইলে পাবজি গেম খেলতে খেলতে অসাবধানতাবশত লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী করতোয়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়লে সেখানেই তার মৃত্যু হয়।

নামুড়ী ডিএস দাখিল মাদ্রাসার সুপার শহিদুল ইসলাম বলেন, সাইফুদ্দিন আমাদের মাদ্রাসা থেকে এবারে দাখিল পরীক্ষা দেয়ার কথা ছিল।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বলেন, কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM