ভারতীয় কোম্পানির তৈরি সর্দি-কাশির সিরাপ খেয়ে ১৮ শিশুর মৃত্যু হয়েছে বলে দাবি করেছে উজবেকিস্তান। আজ বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
উজবেকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ২১ জনের মধ্যে ১৮ শিশু নয়ডাভিত্তিক ম্যারিয়ন বায়োটেকের ডক-১ ম্যাক্স সিরাপ খেয়েছিল। তারপরই তীব্র শ্বাসকষ্টে তাদের মৃত্যু হয়। সর্দি ও ফ্লুর উপসর্গের চিকিৎসা হিসেবে কোম্পানির ওয়েবসাইটে এটি বাজারজাত করা হয়।
ল্যাবরেটরিতে প্রাথমিক পরীক্ষায় দেখা গেছে, ডক-১ ম্যাক্স সিরাপে বিষাক্ত ইথিলিন গ্লাইকল রয়েছে। উজেবেকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, সিরাপগুলো চিকিৎসকদের পরামর্শ ছাড়াই শিশুদের খাওয়ানো হয়েছিল। সিরাপটি উজবেকিস্তানে কুরাম্যাক্স মেডিকেল আমদানি করেছে।
বার্তা সংস্থা রয়টার্স শিশু মৃত্যুর ঘটনায় ম্যারিয়ন বায়োটেক, কুরাম্যাক্স মেডিকেল এবং ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে জানতে চাইলে সাড়া দেয়নি সংশ্লিষ্টরা।
তবে ভারত সরকারের সূত্র রয়টার্সকে জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
জেএন/এমআর