আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিনসহ ৬ পুলিশ সদস্যের বিরুদ্ধে দায়ের করা অভিযোগ খারিজ করে দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১ নভেম্বর) মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধার আদালত অভিযোগটি খারিজ করেন।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী জয়নিউজকে বলেন, দুই লাখ টাকা চাঁদা না পেয়ে অস্ত্র মামলায় ফাঁসানোর অভিযোগে আকবরশাহ থানার ওসি জসীম উদ্দীনসহ ৬ পুলিশ সদস্যের বিরুদ্ধে আদালতে দায়ের করা অভিযোগ খারিজ করে দিয়েছেন আদালত। বৃহস্পতিবার এ সংক্রান্ত আদেশ দেয়া হয়।
এর আগে ১৮ অক্টোবর চট্টগ্রাম মহানগর বিশেষ জজ আদালতে দুই লাখ টাকা চাঁদা না পেয়ে অস্ত্র মামলায় ফাঁসানোর অভিযোগে আকবরশাহ থানার ওসি জসীম উদ্দীনসহ ৬ পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন চিহ্নিত মাদক কারবারী মো. আবুল কাশেম প্রকাশ আলমগীরের স্ত্রী রুবি বেগম।
আকবর শাহ থানার ওসি জসীম উদ্দীনের পাশাপাশি অভিযোগে আসামি করা হয়েছিল একই থানার এসআই মো. আলাউদ্দীন, এসআই আশহাদুল ইসলাম, এএসআই সাইফুল ইসলাম, এএসআই আবু বক্কর ছিদ্দিক ও কনস্টেবল মো. নুরুল আলমকে।
আরও পড়ুন- অপরাধীর স্পর্ধা!
জয়নিউজ/ফরহান অভি/ফারুক মুনির/জুলফিকার