প্রয়াত ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি পেলের শেষকৃত্য অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার। ব্রাজিলের দক্ষিণ-পূর্ব শহর সান্তোসে হবে এই শেষকৃত্য। সান্তোস ফুটবল ক্লাব বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
এর আগে জীবন-মৃত্যুর লড়াইয়ে হেরে যান ফুটবল কিংবদন্তি পেলে। ৮২ বছর বয়সে পৃথিবীর মায়া কাটিয়ে ওপারে পাড়ি দেন ব্রাজিলিয়ান ফুটবল সম্রাট। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাতে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পেলের মেয়ে এ তথ্য দেন। কেলি নাসিমেন্তো লিখেছেন, ‘আপনাকে ধন্যবাদ। আমরা আপনাকে অসীম ভালবাসি। শান্তিতে বিশ্রাম নিন।’
শ্বাসযন্ত্রের সংক্রমণসহ বেশ কিছু রোগে আক্রান্ত হয়ে গত ২৯ নভেম্বর হাসপাতালে ভর্তি হন পেলে। তিনবার বিশ্বকাপজয়ী পেলে হার্ট ও কিডনির সমস্যায় ভুগছিলেন। এ ছাড়া গত বছর সেপ্টেম্বরে তার কোলন থেকে টিউমার সরানো হয়।
ব্রাজিলের হয়ে ১৯৫৮, ১৯৬২ এবং ১৯৭০ সালে বিশ্বকাপ জেতেন পেলে। জাতীয় দলের জার্সিতে ৯২ ম্যাচে করেছেন ৭৭ গোল। এটি এখন পর্যন্ত সর্বোচ্চ।
জেএন/এমআর