জেএসসি : প্রথম দিনে অনুপস্থিত ৩ হাজার

বাংলা ১ম ও ২য় পত্র পরীক্ষার মধ্যদিয়ে সারাদেশের মতো চট্টগ্রামেও শুরু হয়েছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা। চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ছিল ৩ হাজার ১৯৬ জন পরীক্ষার্থী।

- Advertisement -

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. মাহবুব হাসান জয়নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

- Advertisement -google news follower

এর আগে বৃহস্পতিবার (১ নভেম্বর) সকাল ১০টায় শুরু হওয়া জেএসসি পরীক্ষায় ২ লাখ ৫ হাজার ৫৩৭ জন শিক্ষার্থী অংশ নেওয়ার কথা ছিল। এর মধ্যে নগর ও জেলার ১৩৩ কেন্দ্রে ১ লাখ ২৪ হাজার ৭১ জন, কক্সবাজারের ৩৩ কেন্দ্রে ২৯ হাজার ৮৫৭ জন, রাঙামাটির ২৩ কেন্দ্রে ৯ হাজার ৫৩৪ জন, খাগড়াছড়ির ২২ কেন্দ্রে ১০ হাজার ৫৫৫ জন এবং বান্দরবানের ১৩ কেন্দ্রে ৫ হাজার ২৩৫ জন শিক্ষার্থী অংশ নেন।

মো. মাহবুব হাসান বলেন, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবানের ২২৪টি কেন্দ্রে জেএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -islamibank

 

জয়নিউজ/পার্থ/জুলফিকার

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM