সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ১০৫ রানে গুড়িয়ে দিয়ে ৯ উইকেটের জয় তুলে নে ভারত। এই জয়ে ৩-১ ব্যবধানে সিরিজ জিতে নিল ভারত। এই নিয়ে কোহলির নেতৃত্বে দেশের মাটিতে টানা পঞ্চম সিরিজ জিতল তারা।
বৃহস্পতিবার (১ নভেম্বর) থিরুভানাথাপুরামে স্টেডিয়িামে রবীন্দ্র জাদেজার স্পিন আর জাসপ্রিত বুমরাহ ও খলিল আহমেদের পেসের সামনে অসহায়ভাবে আত্মসর্মপণ করে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা।
১০৫ রানের ছোট লক্ষ্য তাড়ায় করতে নেমে শুরুতেই শিখর ধাওয়ানের উইকেট হারায় ভারত। এরপর ৯৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে বড় জয় এনে দেন রোহিত-কোহলি। ফলে মাত্র ১৪.৫ ওভারে ২১১ বল বাকি থাকতে ৯ উইকেটে ম্যাচ জিতে নে কোহলির দল। ৫৬ বলে ৫ চার ও চার ছক্কায় ৬৩ রানে অপরাজিত ছিলেন রোহিত শর্মা। কোহলি ২৯ বলে ৬ চারে ৩৩ রানে অপরাজিত ছিলেন।
এর আগে টস জিতে ওয়েস্ট ইন্ডিজ ৩১.৫ ওভারে গুঁড়িয়ে যায় মাত্র ১০৪ রানে। উইন্ডিজের হয়ে কেবল রভম্যান পাওয়েল, মারলন স্যামুয়েলস ও জেসন হোল্ডার দুই অঙ্কের ঘরে পৌঁছান।
ভারতের হয়ে বাঁহাতি স্পিনার জাদেজা ৩৪ রানে ৪ উইকেট ও বুমরাহ-খলিল দুটি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ: ৩১.৫ ওভারে ১০৪ (কাইরন পাওয়েল ০, রভম্যান পাওয়েল ১৬, হোপ ০, স্যামুয়েলস ২৪, হেটমায়ার ৯, হোল্ডার ২৫, অ্যালেন ৪, পল ৫, বিশু ৮*, রোচ ৫, টমাস ০; ভুবনেশ্বর ১/১১, বুমরাহ ২/১১, খলিল ২/২৯, জাদেজা ৪/৩৪)
ভারত: ১৪.৫ ওভারে ১০৫/১ (রোহিত ৬৩*, ধাওয়ান ৬, কোহলি ৩৩*; রোচ ০/১৩, টমাস ১/৩৩, পল ০/২২, হোল্ডার ০/১৫, বিশু ০/১৬, অ্যালেন ০/৫)
ফলাফল: ভারত ৯ উইকেটে জয়ী
সিরিজ: ৩-১ ব্যবধানে জয়ী ভারত
ম্যান অব দ্য ম্যাচ: রবীন্দ্র জাদেজা
ম্যান অব দ্য সিরিজ: বিরাট কোহলি
জয়নিউজ/পার্থ