স্বর্ণের দামে রেকর্ড!

স্বর্ণের রেকর্ড দাম বেড়েছে পাকিস্তানে। স্থানীয় ব্যবসায়ীরা বিষয়টি নিশ্চিত করেছেন। বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

- Advertisement -

মঙ্গলবার (৩ জানুয়ারি) দেশটির বাজারে স্বর্ণের দাম বেড়েছে ৫০০ পাকিস্তানি রুপি। প্রতি তোলা বিক্রি হয়েছে ১৮ লাখ ৭ হাজার ৭০০ রুপিতে। 

- Advertisement -google news follower

অন্যদিকে, প্রতি ১০ গ্রাম স্বর্ণের দর বৃদ্ধি পেয়েছে ৪২৮ পাকিস্তানি রুপি। স্থানীয় মার্কেটে তা বিক্রি হয়েছে ১৬ লাখ ৯২২ রুপিতে। পাকিস্তানের ইতিহাসে যা সর্বকালের সর্বোচ্চ।

মূলত আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্য বৃদ্ধি পাওয়ায় দেশটিতে মূল্যবান ধাতুটির দাম ব্যাপক চড়া হয়েছে। বিশ্ববাজারে ইন্টারন্যাশনাল বেঞ্চমার্ক প্রতি আউন্স স্বণের দর স্থির হয়েছে ১৮৩৩ ডলারে।

- Advertisement -islamibank

একইদিনে পাকিস্তানে রুপার দামও রেকর্ড ঊর্ধ্বমুখী হয়েছে। উজ্জ্বল ধাতুটির প্রতি তোলার মূল্য বেড়েছে ৫০ পাকিস্তানি রুপি। যার দর নিষ্পত্তি হয়েছে ২১৫০ রুপিতে।

অপরদিকে, প্রতি ১০ গ্রাম রুপার দাম বেড়েছে ৪২ দশমিক ৮৬ পাকিস্তানি রুপি। দেশের বাজারে তা বিকিয়েছে ১৮৪৩ দশমিক ২৭ রুপিতে। পাকিস্তানের ইতিহাসে যা সর্বকালে সবচেয়ে বেশি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM