সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দিয়েছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। গতকাল মঙ্গলবার (৩ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে রোনালদোকে বরণ করে নিল আল নাসের।
ক্লাবটির স্টেডিয়াম এম রাসুলে প্রায় ২৫ হাজার দর্শকের উপস্থিতিতে হাজির হন পর্তুগিজ মহাতারকা। টানেল থেকে বের হওয়ার আগেই ‘রোনালদো, রোনালদো’ ধ্বনিতে মুখরিত হয়ে উঠে চারপাশ। রোনালদোর বয়স যে ৩৭ তা বোঝার কোনো উপায় ছিল না।
এরপরই সংবাদ সম্মেলনে রোনালদো ঘোষণা করলেন, ‘ইউরোপে আমার অভিযান শেষ। সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রায় সব ক্লাবেই খেলেছি। এখানে ভালো লাগছে। সৌদি আরবের মানুষ চমৎকার।’
পরিচিত পর্বের শেষদিকে নিজের সঙ্গিনি এবং ছেলে-মেয়েরাও যোগ দেন রোনালদোর সাথে। আরবি ভাষায় কিছু বলার চেষ্টা করেন তিনি, কিন্তু ঠিকমতো উচ্চারণ করতে না পারায় হাসির রোল পড়ে যায়। রোনালদো নিজেও হেসে দেন তার ব্যর্থতায়।
আল-নাসেরের খেলোয়াড় হয়ে সমর্থকদের সামনে হাজির হলেও, রোনালদোকে মাঠে দেখতে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে সবাইকে।
জেএন/এমআর