সিনেমার প্রচারণায় বিএফ শাহীন কলেজে পরীমণি

পরীমণি ও সিয়াম আহমেদ জুটির অভিনীত শিশুতোষ চলচ্চিত্র অ্যাডভেঞ্চার অব সুন্দরবন মুক্তি পাচ্ছে ২০ জানুয়ারি। মুক্তি উপলক্ষে সিনেমাটির আনুষ্ঠানিক প্রচারণা শুরু হলো বুধবার (৪ ডিসেম্বর)।

- Advertisement -

শিশুতোষ চলচ্চিত্রটির প্রচার শুরুটাও হলো শিশুদের মাঝে। বুধবার সকালে রাজধানীর বিএফ শাহীন কলেজের স্কুল শাখার শিক্ষার্থীদের মাঝে সিনেমার প্রচারে হাজির হয়েছিলেন পরীমনি।

- Advertisement -google news follower

তার উপস্থিতিতে শিশুরা যেমন উচ্ছ্বসিত, তেমনই পরীমনিও। সেই প্রচারের একটি ভিডিও নিজের ফেসবুকে পোস্ট করেছেন অভিনেত্রী। লেখেন, শুভ সকাল। আমাদের অ্যাডভেঞ্চার অব সুন্দরবন-এর প্রধান দর্শকেরা অনেক ভালোবাসা আপনাদের জন্যে।

এ নিয়ে জানতে চাইলে সকাল সাড়ে ১০টার দিকে পরীমনি বলেন, অনেক সকালে এখানে এসেছিলাম, এখন বাসায় ফিরছি।

- Advertisement -islamibank

মুহম্মদ জাফর ইকবালের উপন্যাস ‘রাতুলের রাত রাতুলের দিন’ অবলম্বনে সরকারি অনুদানে নির্মিত সিনেমাটি পরিচালনা করেন রায়হান জুয়েল।

সিনেমাটির প্রচারণা নিয়ে রায়হান জুয়েল বলেন, ‘আজকে থেকে আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করলাম। আজকে সকাল সাড়ে ৭টার দিকে পরীমনি, কচি খন্দকারসহ আমরা এসেছিলাম বিএফ শাহীন কলেজে। সেখানে স্কুলের শিক্ষার্থীরাই বেশি ছিল। সিনেমাটি নিয়ে তারা খুবই উচ্ছ্বাস দেখিয়েছে।

স্কুলের শিক্ষার্থীদের প্রাধান্য দিয়েই সিনেমাটি করবেন বলে জানান পরিচালক। তিনি বলেন, এটি যেহেতু শিশুতোষ চলচ্চিত্র, আমরা চেষ্টা করব বিভিন্ন স্কুল ও শিশুদের প্লে-গ্রাউন্ড ধরে প্রচারণা চালানোর।

পরী-সিয়াম ছাড়াও সিনেমাটিতে গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম, আশীষ খন্দকারসহ অনেকে।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM