সারাদেশে একদিনের ব্যবধানে করোনা ভাইরাসের সংক্রমণ কিছুটা কমেছে। আগের দিন ৩১ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হলেও গত ২৪ ঘণ্টায় তা কমে ২১ জনে দাড়ায়। এদিন ভাইরাসটিতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।
বুধবার (২ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৪১৮টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩ হাজার ৪০৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০ দশমিক ৬২ শতাংশ।
দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৩৭ হাজার ২০৮ জন। এরমধ্যে ২৯ হাজার ৪৪০ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ লাখ ৮৮ হাজার ১৪২ জন।
২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে । রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে বলে জানায় স্বাস্থ্য অধিদফতর। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।
জেএন/পিআর