চট্টগ্রাম নগরের বড়পোল এলাকায় ইস্টার্ন ব্যাংকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।
শুক্রবার (৬ জানুয়ারি) বেলা ১২টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্মীরা। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বড়পোল এলাকায় থাকা ইস্টার্ন ব্যাংকের একটি শাখায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন মূলত ভবনের ভেতরে লাগায় বাইরে অগ্নিশিখা দেখা যায় নি।
ফায়ার সার্ভিস জানায়, প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। ব্যাংক যেহেতু সেনসেটিভ জায়গা তাই সাবধানে কাজ করতে হচ্ছে। পুরোপুরি নিয়ন্ত্রণে আরও কিছু সময় লাগবে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো জানা যায়নি। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ পরবর্তীতে বিস্তারিত জানা যাবে।
জেএন/এমআর