তীব্র শীতে কাঁপছে উত্তরের জনপদ। বিপর্যস্ত হয়ে পড়েছে জেলার জনজীবন। বিশেষ করে কর্মজীবী ও খেটে খাওয়া মানুষ বেশ অসুবিধার মধ্যে পড়েছেন।
আজ সোমবার (৯ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ে ৭.৭ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিকে দেশের ২৩ জেলায় রোববার (৮ জানুয়ারি) মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেছে। এর মধ্যে রাজশাহী ও রংপুর বিভাগের সব জেলা রয়েছে।
বছরের প্রথম মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে গেছে চুয়াডাঙ্গা, যশোর ও পাবনায়। আজ সোমবার (৯ জানুয়ারি) এবং আগামীকাল মঙ্গলবার (১০ জানুয়ারি) শৈত্যপ্রবাহের এলাকা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তর জানায়, রোববার ফরিদপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা, কুষ্টিয়া জেলায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে গেছে।
এ ছাড়া রাজশাহী ও রংপুরের ১৬ জেলা- রাজশাহী, বগুড়া, নওগাঁ, জয়পুরহাট, পাবনা, নাটোর, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, লালমনিরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী ও ঠাকুরগাঁও জেলায় এই শৈত্যপ্রবাহ বইছিল। শৈত্যপ্রবাহ সোমবার ও মঙ্গলবার গোপালগঞ্জ, মাদারীপুর ও বরিশাল বিভাগের কিছু জেলায় আসতে পারে।
রবিবার দেশের তিনটি জেলা চুয়াডাঙ্গা, যশোর ও পাবনায় তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামে। ফলে চলতি বছর প্রথমবারের মতো তিনটি জেলায় মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যায়।
জেএন/পিআর