পাঁচ বাঙালি খুন: আসামে সেনা অভিযান

আসামে পাঁচ বাঙালি হত্যার ঘটনার পর ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে ভারতীয় সেনাবাহিনী।

- Advertisement -

আসাম-অরুণাচল সীমানা বরাবর চলছে অভিযান। মিয়ানমার সীমান্তে কড়া নজরদারি রাখা হয়েছে। আসামের বাঙালি সংগঠনগুলির ডাকে তিনসুকিয়ায় চলছে ১২ ঘণ্টার হরতাল। পশ্চিমবঙ্গে রাজ্যজুড়ে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে মমতা ব্যানার্জির দল।

- Advertisement -google news follower

বৃহস্পতিবার (১ নভেম্বর) রাতে আসামের তিনসুকিয়ার বাঙালি অধ্যুষিত খেরবাড়ি গ্রামে ঢুকে একটি দোকানের সামনে থেকে পাঁচজনকে ডেকে নিয়ে গুলি করে খুন করে দুর্বৃত্তরা। হামলার পেছনে আলফা গোষ্ঠীকে দায়ী করা হলেও সংগঠনটি তা অস্বীকার করেছে।

আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের নির্দেশে পুলিশ-প্রশাসনের সর্বোচ্চ কর্তারা বৃহস্পতিবার রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন। এরপর শুক্রবার (২ নভেম্বর) সকাল থেকেই চিরুনি তল্লাশি শুরু করেছে সেনাবাহিনী।

- Advertisement -islamibank

জয়নিউজ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM