বন্দরের ২২০ কনটেইনার পচা পণ্য ধ্বংস হচ্ছে

চট্টগ্রাম বন্দরে আমদানি হওয়া ২২০ কনটেইনার পচা পণ্য ধ্বংস করছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ।

- Advertisement -

বুধবার (১১ জানুয়ারি) থেকে মধ্যম হালিশহর আনন্দবাজার বেড়িবাঁধ এলাকায় একটি খালি জায়গায় পচা পণ্য ধ্বংসের কাজ শুরু হয়।

- Advertisement -google news follower

জানা গেছে, দীর্ঘদিন এসব পণ্য পড়ে থাকার পর নিলামে তুলেও বিক্রি না হওয়ায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কনটেইনারে রয়েছে ফল, আদা, মহিষের মাংস, মাছ ও মাছের খাবার, ক্যানোলা বীজ ইত্যাদি।

২২০ কনটেইনারের মধ্যে চট্টগ্রাম বন্দরে রেফার্ড ও ড্রাইসহ কনটেইনার রয়েছে ২২টি, ১৯৮টি রয়েছে বিভিন্ন অফ-ডকে। ৮টি সরকারি সংস্থার সমন্বয়ে এসব পণ্য ধ্বংস করা হচ্ছে।

- Advertisement -islamibank

চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ জানায়, পরিবেশ অধিদপ্তরের অনুমতি পেয়ে বেড়িবাঁধ এলাকার পাঁচ একর জায়গায় কার্যক্রম পরিচালনার জন্য ক্রেন, স্কেভেটর, ট্রেলার, ট্রাকসহ প্রয়োজনীয় যানবাহনের ব্যবস্থা করা হয়েছে। ওই জায়গায় পচে যাওয়া পণ্য মাটি চাপা দেওয়া হবে। এলাকাটি জনবসতি থেকে দূরে হওয়ায় মানুষের কোনও সমস্যা হবে না, দুর্গন্ধও ছড়াবে না।

জেএন/হিমেল/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM