বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের চট্টগ্রাম পর্ব শুরু হচ্ছে কাল। চট্টগ্রাম–বরিশাল ম্যাচটি মাঠে বসে দেখার আশায় কেউ কেউ লম্বা লাইনে দাঁড়িয়ে আছেন টিকিটের অপেক্ষায়।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল থেকে খেলার টিকেট বিক্রি শুরু হয়েছে। কাল এম এ আজিজ স্টেডিয়ামে দুপুর আড়াইটায় মুখোমুখি হবে চট্টগ্রাম–বরিশাল। চট্টগ্রাম পর্বে খেলা হবে ২০ জানুয়ারি পর্যন্ত।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠেয় চট্টগ্রাম-বরিশালের টিকিট নিয়ে ক্রিকেটমোদীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। চট্টগ্রামের বিটাক মোড়ের কাছে সাগরিকা টিকিট কাউন্টার ও এম এ আজিজ স্টেডিয়ামের কাউন্টারে লম্বা লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করেছেন ভক্তরা।
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের বিবিএয়ের শিক্ষার্থী নাজিম উদ্দিন বলেন, টিকেটের আশার সকালে এসে লাইে দাঁড়িয়েছি। এখন টিকেট পেয়ে খুব ভালো লাগছে। আশা করি সামনের ম্যাচগুলোও মাঠে বসে দেখতে পারবো।
জানা যায়, এর আগে বুধবার (১১ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ৬ ক্যাটাগরির টিকিট প্রাপ্তির বিষয় নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাদখোলা পূর্ব গ্যালারিতে দর্শকরা ২০০ টাকার বিনিময়ে খেলা দেখতে পারবেন। অন্যদিকে পশ্চিম গ্যালারি মূল্য ধরা হয়েছে ৩০০ টাকা। ক্লাব হাউজ ৫০০ এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডের মূল্য ১০০০ টাকা। সবচেয়ে মূল্যবান টিকিট গ্র্যান্ড স্ট্যান্ড ও রুফ টপ হসপিটালিটি, যার মূল্য ১৫০০ টাকা। ওই দু’টি স্থানে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টিকিট পাওয়া যাবে।
জেএন/হিমেল/এমআর