দেশে গত ২৪ ঘণ্টায় ১৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে সাতজন ঢাকার বাসিন্দা। বাকি ১১ জন ঢাকার বাইরের বিভিন্ন জেলার।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকেলে সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বর্তমানে সারাদেশে সর্বমোট ১৪৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৫৭ জন ও ঢাকার বাইরে সারাদেশে ৯২ জন ভর্তি রয়েছেন।
২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৩৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে ঢাকায় ১৭৩ জন ও ঢাকার বাইরে সারাদেশে ১৮৭ জন।
একই সময়ে সারাদেশে সর্বমোট ছাড়প্রাপ্ত ডেঙ্গু রোগী ২১০ জন। এর মধ্যে ঢাকায় ১১৬ ও ঢাকার বাইরে সারাদেশে ৯৪ জন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।
জেএন/পিআর