ভারতের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা আছে মমতার : অমর্ত্য সেন

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভারতের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রয়েছে বলে মন্তব্য করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই মত প্রকাশ করেছেন। তার এই মন্তব্য নিয়ে দেশটিতে আলোড়ন পড়ে গেছে।

- Advertisement -

অমর্ত্য সেন বলেন, ‘এই নয় যে মমতা ব্যানার্জির যোগ্যতা নেই।অবশ্যই তার যোগ্যতা রয়েছে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার। কিন্তু বিজেপির বিরুদ্ধে মানুষের ক্ষোভকে তিনি কতটা টানতে পারবেন সেটাই সবচেয়ে বড় বিষয়। এখনো সেটা দেখা যাচ্ছে না। তাকে বিজেপির দেশ বিভাজনের বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্বে থাকতে হবে।’

- Advertisement -google news follower

নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন এমন মন্তব্যে বিজেপির অস্বস্তি বাড়তে শুরু করেছে বলে খবর।

অমর্ত্য সেনও তার সাক্ষাৎকারে ২০২৪ সালের নির্বাচনে আঞ্চলিক শক্তির গুরুত্বের কথা বলেছেন। সেখানে অন্যান্য দলের পাশাপাশি তৃণমূল কংগ্রেসের কথাও উল্লেখ করেন। তার মতে, ‘‌বিজেপি যেভাবে নিজেকে বিরাট শক্তিধর হিসেবে দেখায় সেটা একটা দিক।

- Advertisement -islamibank

কিন্তু বিজেপির দুর্বলতাও বিস্তর। সমস্ত দল যদি একসঙ্গে লড়াই করতে পারে তাহলে ২০২৪ সালে বিজেপিকে রুখে দেওয়া সম্ভব। ’‌
তবে কংগ্রেস যেভাবে দুর্বল হয়েছে তাতে তাদের ওপর মানুষ কতটা আস্থা রাখবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন অমর্ত্য সেন।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM