পাকিস্তানের পর এবার ভারতেও স্বর্ণের দামে নতুন রেকর্ড

এশিয়ার দেশ পাকিস্তানের পর এবার ভারতেও রেকর্ড পরিমাণ বেড়েছে স্বর্ণের দাম। দাম বৃদ্ধির প্রভাব পড়েছে নয়াদিল্লির বাজারে।

- Advertisement -

আজ শনিবার (১৪ জানুয়ারি) এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, শুক্রবার ভারতে প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়ায় ৫৬ হাজার ২৪৫ রুপি।

- Advertisement -google news follower

স্বর্ণের কারবারের দিক দিয়ে বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। মহামূল্যবান ধাতুটির দাম রেকর্ড পরিমাণ বাড়ায় আতঙ্কে ভুগছেন ব্যবসায়ীরা। তাদের আশঙ্কা, দাম বাড়ার কারণে স্বর্ণের বেচাকেনা বহুলাংশে হ্রাস পাবে।

এর আগে ভারতের স্বর্ণের দাম নতুন রেকর্ড গড়েছিল ২০২০ সালে। সেবার প্রতি ভরি স্বর্ণের দাম ৫৬ হাজার ১৯১ রুপি ছুঁয়েছিল।

- Advertisement -islamibank

বিশ্বব্যাপী মন্দার শঙ্কা দেখা দেওয়ায় এবং ব্যাংকগুলো সুদের হার বাড়ানোর কারণে উন্নত বিশ্বের দেশগুলোর স্টক মার্কেটে (শেয়ার বাজার) টালমাটাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

একই সময়ে ক্রিপ্টোকারেন্সির মূল্য কমে যাওয়ায় বিনিয়োগকারীরা স্বর্ণের দিকে ঝুঁকছেন। যা বিশ্বব্যাপী এর দাম বৃদ্ধিতে ভূমিকা রেখেছে।

ভারতের পার্শ্ববর্তী দেশ পাকিস্তানেও কয়েকদিন আগে রেকর্ড গড়েছিল স্বর্ণের দাম।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ বুধবার (৪ জানুয়ারি) এক প্রতিবেদনে জানায়, এদিন স্বর্ণের দাম প্রতি ভরি ১ লাখ ৮৬ হাজার ৬০০ রুপি ছুঁয়েছে।

অন্যদিকে ১০ গ্রামের স্বর্ণের বারের দাম বেড়ে হয়েছিল ১ লাখ ৬১ হাজার ৬৯৪ রুপি। পাকিস্তানে এর আগে কখনো স্বর্ণের দাম এত বাড়েনি। তথ্যসূত্র : রয়টার্স

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM