শ্রীলঙ্কাকে ৩১৭ রানে হারিয়ে ক্রিকেটে ইতিহাস গড়ল ভারত

তৃতীয় ও শেষ ওয়ানডেতে ব্যাটিং, বোলিং বা ফিল্ডিং কোনও বিভাগেই ভারতের সঙ্গে পেরে উঠল না শ্রীলঙ্কা। বোলারদের শাসন করলেন বিরাট কোহলি, শুভমন গিলরা আর ব্যাটারদের দাঁড়াতেই দিলেন না মহম্মদ সিরাজরা।

- Advertisement -

এ ম্যাচে শ্রীলঙ্কাকে ৩১৭ রানের বিরাট ব্যবধানে হারিয়েছে ভারত। যা ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানের জয়।

- Advertisement -google news follower

এর আগে ২০০৮ সালে আয়ারল্যান্ডকে ২৯০ রানের ব্যবধানে হারিয়েছিল নিউ জিল্যান্ড। যা এতোদিন ছিল ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানের জয়। আজ ভারত ভেঙে দিলো নিউ জিল্যান্ডের সেই রেকর্ড।

শুভমান গিল ও বিরাট কোহলির ঝড়ো সেঞ্চুরিতে ভারত ৫ উইকেট হারিয়ে ৩৯০ রান সংগ্রহ করে। জবাবে মাত্র ২২ ওভারে ৭৩ রানে অলআউট হয়ে যায় লঙ্কানরা। আর ভারত পায় ৩১৭ রানের জয়।

- Advertisement -islamibank

৯৭ বলে শতরান করেন শুভমন। ১১০ বলে বিরাট ১৬৬ রান তুলে অপরাজিত থাকেন। পুরো ইনিংসে ১৪টি ছক্কা মেরেছে ভারত। এর মধ্যে ৮টি ছক্কাই মারেন বিরাট।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM