মাশরাফী বিন মোর্ত্তজার সিলেট স্ট্রাইকার্সের জয়রথ যেন ছুটছেই। অন্য সব সিলেটের ফ্র্যাঞ্চাইজি যেখানে হারের বৃত্তে থাকত, সেখানে এবার মাশরাফীর নেতৃত্বে টানা পাঁচ জয় তুলে নিয়েছে সিলেট স্ট্রাইকার্স। অন্যদিকে টানা তৃতীয় হারের লজ্জা পেতে হয়েছে নাসির হোসেনের ঢাকা ডমিনেটর্সকে।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে এদিন ঢাকা ডমিনেটর্সকে ৫ উইকেটের ব্যবধানে হারিয়েছে সিলেট।
সাগরিকায় এদিন টস জিতে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২৮ রান তোলে ঢাকা। লক্ষ্য তাড়া করতে নেমে ৪ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় সিলেট।
ঢাকার ব্যাটসম্যানরা আগে ব্যাট করতে নেমেও চট্টগ্রামের মতো ব্যাটিং উইকেটে ব্যর্থ হয়েছেন। দলটির পক্ষে সর্বোচ্চ ৩৯ রান আসে অধিনায়ক নাসিরের ব্যাট থেকে। এ ছাড়া উসমান গণি ২৭, আরিফুল হক ২০ এবং মোহাম্মদ মিথুন করেন ১৫ রান।
লক্ষ্য তাড়া করতে নেমে সিলেটের ওপেনার মোহাম্মদ হারিস ঝড় তোলেন। ওপেনার নাজমুল হোসেন শান্তর সঙ্গে ফিফটি পার্টনারশিপ গড়েন। শান্ত ২০ বলে ১২ রান করে ফিরলে ভাঙে জুটিটি।
হারিসও এরপর দ্রুত ফিরে যান। আউট হওয়ার আগে করতে পারেন ৪৪ রান। সিলেটের ইনফর্ম ব্যাটসম্যান জাকির ১ রানের বেশি করতে পারেননি।
এরপর ইমাদ ওয়াসিমের ধীর ব্যাটিংয়ে চাপে পড়ে যায় সিলেট। সঙ্গে দ্রুত দুই উইকেটও হারিয়ে ফেলে দলটি। তবে শেষ দিকে থিসারা পেরেরা এবং আকবর আলী ২ ওভারে ২৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে সহজ জয় এনে দেন। পেরেরা ২১ এবং আকবর ১০ রানে অপরাজিত ছিলেন।
জেএন/এমআর