খাগড়াছড়ির রামগড় মহামুনি বৌদ্ধ বিহারে শুক্রবার (২ নভেম্বর) উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় নানা আচার-অনুষ্ঠানের মাধ্যমে বৌদ্ধ ধর্মাম্বলীদের অন্যতম ধর্মীয় উৎসব দানোত্তম কঠিন চীবর দান উৎসব উদযাপিত হয়েছে।
খাগড়াছড়ির বিভিন্ন উপজেলা থেকে বৌদ্ধ সম্প্রদায়ের ভক্তরা এই উৎসবে অংশগ্রহণ করেন।
মন্দির পরিচালনা পর্ষদের সহসম্পাদক হলাথোয়াই মারমা জানান, রাতে ফানুস বাতি প্রজ্জ্বালনের মাধ্যমে এই উৎসবের সমাপ্তি ঘটবে।
বৌদ্ধবিহারের সভাপতি যদ্রা মারমার সভাপতিত্বে চীবর দান অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য মংসুইপ্রু চেীধুরী অপু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এসময় রামগড় পৌরসভার মেয়র কাজী শাহজাহান রিপন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল কাদের, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) তারেক মো. হান্নান মহামুনি বৌদ্ধ বিহারে গিয়ে পুণ্যার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর, আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।