ইজতেমায় যাওয়ার পথে ৩ শতাধিক রোহিঙ্গা আটক

গাজীপুরের টঙ্গীতে অনুষ্ঠিত হতে যাওয়া সাদপন্থীদের ইজতেমায় যাওয়া পথে কক্সবাজার শহরের জেলগেট এলাকা থেকে প্রায় তিন শতাধিক রোহিঙ্গা আটক করেছে পুলিশ।

- Advertisement -

বুধবার (১৮ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে জেলগেট এলাকা থেকে তাদের আটক করা হয়। তাদের গন্তব্য ঢাকার টঙ্গীর ইজতেমা বলে জানান পুলিশ।

- Advertisement -google news follower

বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম।

রফিকুল ইসলাম জানান, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে বের হয়ে গাজীপুরের উদ্দেশ্য যাত্রা করেছিলো তারা।

- Advertisement -islamibank

এসব রোহিঙ্গারা প্রথমে খণ্ড খণ্ড হয়ে ক্যাম্প থেকে বের হয়ে কক্সবাজার শহরে প্রবেশ করে। শহর থেকে গাড়ি নিয়ে ঢাকা যাওয়ার পথে তাদের আটক করা হয়।

আটক রোহিঙ্গারা জানান, কয়েকদিন ধরে প্রস্তুতি নিয়ে তারা গাজীপুরের টঙ্গীতে অনুষ্ঠিত হওয়া দ্বিতীয় ধাপের ইজতেমায় যাওয়ার উদ্দেশ্যে ২২টি বড় বাস নিয়ে ক্যাম্প থেকে বের হয় তারা। তবে কক্সবাজার শহরে প্রবেশ করা পর্যন্ত পথে কোথাও তাদের আটকায়নি আইন-শৃঙ্খলা বাহিনী।

এসব রোহিঙ্গাদের আবার ক্যাম্পে ফেরত পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM