কাল শুরু বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব

টঙ্গীর তুরাগ তীরে আম বয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে আগামীকাল (২০শে জানুয়ারি)। ইতিমধ্যে ইজতেমা মাঠের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

- Advertisement -

ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নিতে আজ বৃহস্পতিবার ভোর থেকেই দেশ-বিদেশের মুসল্লিরা ময়দানে আসতে শুরু করেছেন। প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বেও বিপুলসংখ্যক মুসল্লি জমায়েত হবেন বলে আশা করছে ইজতেমা আয়োজক কমিটি।

- Advertisement -google news follower

এদিকে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব উপলক্ষে ঢাকার অদূরে টঙ্গীতে জড়ো হচ্ছেন লাখো মানুষ। এর প্রভাবে রাজধানীর ঢাকা-ময়মনসিংহ সড়কে বিমানবন্দরগামী লেনে প্রচণ্ড যানজট দেখা দিয়েছে। সকাল থেকে বিমানবন্দর এলাকা থেকে কুড়িল বিশ্বরোড এলাকা ছাড়িয়ে যায় আটকে থাকা গাড়ির সারি।

বনানী, বিমানবন্দর, উত্তরা ও কুড়িলে আটকে থাকা বিপুল সংখ্যক যাত্রীবাহী গাড়ি। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছে মানুষ। অনেকে গাড়ি থেকে নেমে হেঁটে গন্তব্যে যাচ্ছেন।

- Advertisement -islamibank

ইজতেমার সরেজমিনে দেখা গেছে, বরাবরের মত ইজতেমায় বিদেশি অতিথিদের প্রবেশের জন্য করা হয়েছে পৃথক ব্যবস্থা। তবে লাখো মুসল্লির এ জমায়েতে থাকা, খাওয়া ও শৌচাগার ব্যবস্থা নিয়ে অভিযোগ করেছেন অনেকে।

জানা গেছে, আজ বাদ আসর শুরু হবে প্রাক-বয়ান। ফলে কনকনে শীত উপেক্ষা করেই ইজতেমা প্রাঙ্গণে আসতে শুরু করেছেন মুসল্লিরা। রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।

এর আগে প্রথম পর্ব শেষে সোমবার রাতে ইজতেমা ময়দান ছাড়েন মুসল্লিরা। দ্বিতীয় পর্বের সংগঠকরা মঙ্গলবার মাঠের দায়িত্ব বুঝে নেন। বুধবার বাদ মাগরিব মাওলানা সাদ আহমদ কান্ধলভী মনোনীত দিল্লির নিজামুদ্দিন মারকাজের ৩২ সদস্যের জামাত ময়দানে এসে পৌঁছেছেন।

এ জামাতের নেতৃত্বে রয়েছেন শূরা সদস্য মাওলানা আবদুস সাত্তার। তাদের অভ্যর্থনা জানান বাংলাদেশের শূরা সদস্য সৈয়দ ওয়াসিফুল ইসলাম ও মুফতি ইজাহার আহমেদ।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM